২১-নভেম্বর-২০২৪
২১-নভেম্বর-২০২৪
Logo
খুলনা

সাতক্ষীরায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০৩-০৯ ১৭:১০:২১
...

সাতক্ষীরা :
“এসেছে নতুন ভোর নতুন দিনের আগমন প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়াবে উৎপাদন” এই স্লোগানে র‌্যালি, আলোচনা সভার মাধ্যমে সাতক্ষীরায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

আজ শনিবার সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালী নেতৃত্ব শেষে সদর উপজেলা চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুর রহমানসহ উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় ৯টি স্টলের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পন্যর প্রদর্শনী করা হয়।