০৩-ডিসেম্বর-২০২৪
০৩-ডিসেম্বর-২০২৪
Logo
খেলাধুলা

নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সত্যি সম্মানিত : সাকিব

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৩-২৬ ১৭:৫৫:৫১
...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, অভিনেত্রী জয়া আহসানসহ বাংলাদেশের ক্রীড়া, অভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রের তারকারা। শুক্রবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে সফররত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

মাশরাফি, সাকিব, জয়ার পাশাপাশি অভিনেত্রী নুসরাত ফারিয়া, নির্মাতা রেদোওয়ান রনি, নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম, চিরকুট ব্র্যান্ডের শারমিন সুলতানা সুমি, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোরভি রাকশান্দ ধ্রুব, ইয়ুথ অপরচুনিটিসের সহ-প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর ছিলেন এই তারকাদের দলে।

তাদের সেই সাক্ষাতের ছবি টুইটারে শেয়ার করা হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাকাউন্ট থেকে থেকে।

সাক্ষাৎ শেষে সাকিব ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সত্যি সম্মানিত। আমি মনে করি এই সফর দু’দেশের জন্য ফলপ্রসূ হবে। ভারতকে অসাধারণভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমি আশা করি ভবিষ্যতেও তিনি ভারতকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

এএনআইকে সাকিব বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমাত্রিক এবং তা দিনে দিনে প্রসারিত হচ্ছে। সম্পর্কের এই যাত্রা অনেক দীর্ঘ হবে বলে আমি আশাবাদী।