বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে মেয়েদের ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন শিরিন আক্তার । ২০০৬ সালে বিউটি আক্তারের করা রেকর্ডটি ভাঙলেন নৌবাহিনীর এই অ্যাথলেট। ১৫ বছর আগের রেকর্ডটি ছিল ২৪.৩০ সেকেন্ড। রবিবার শিরিন সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড।
নতুন রেকর্ড গড়ে শিরিন আক্তার বলেছেন, অনেক ভালো লাগছে। বিউটি আপুর করা আগের রেকর্ডটি ভেঙেছি। আসলে আমার অধ্যবসায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলাম।
তিনি বলেছেন, কারোর একার প্রচেষ্টায় সাফল্য আসে না। এজন্য অনেকেরই অবদান আছে। বিওএ, নৌবাহিনী, বিকেএসপি, ফেডারেশন এমনকি সাংবাদিকদের লেখনীও। আমি কঠোর পরিশ্রম করেছি বলেই সাফল্য আসছে। এর জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নিজের ফিটনেস ধরে রাখার জন্য আমি ঈদের সময়ও অনুশীলন করে থাকি।’
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL