২৬-নভেম্বর-২০২৪
২৬-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০২-০৪ ১১:৫২:৩৩
...

নিজস্ব প্রতিবেদক:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত শেষে ময়দান থেকে ঘরমুখো মুসল্লির ঢল নামে। সকাল ৯টা ২৩ মিনিটে মোনাজাত শেষে হেঁটে নির্ধারিত স্থানে রাখা গাড়ির কাছে যাচ্ছেন তাঁরা। বাস, ট্রাক, অটোরিকশা, ট্রেন, লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই।

টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, চেরাগ আলী, কলেজ গেট, মিলগেট, কামারপাড়া, আব্দুল্লাহপুর, বিমানবন্দর, উত্তরা, দৌড়ব্রিজসহ ইজতেমা ময়দান থেকে বের হওয়ার সব রাস্তায় এখন বাড়িমুখো মানুষের ঢল। ইজতেমা শেষে বাড়িমুখো মুসল্লি জামালপুরের আহাদ মিয়া বলেন, মোনাজাত শেষ করলাম। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। নিজের জন্য ও সব মৃত মানুষের জন্য দোয়া করেছি। এখন ট্রেনে বাড়ি যাব।

কামারপাড়া ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছেন রাজশাহীর ইদ্রিস আলী। তিনি বলেন, আমাদের বাস অনেক দূরে। বাসের কাছে হেঁটে যাচ্ছি। টঙ্গী নৌবন্দর ঘাটে খেয়া নৌকায় বসা ঢাকার উত্তর খানের বাসিন্দা কামাল পারভেজ বলেন, ময়দানে মোনাজাত করেছি। এখন নদী পার হয়ে রিকশায় বাসায় যাব।

এদিকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-আব্দুল্লাহপুর হয়ে উত্তরবঙ্গের সব গাড়ি কামারপাড়া থেকে ছেড়ে যাচ্ছে। টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরের বাজার পর্যন্ত হেঁটে মুসল্লিরা গাড়ির কাছে যাচ্ছেন বাড়ি ফেরার জন্য।