আবারও সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি রোববার ভোর ৬টায় শুরু হয়ে চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। সড়ক, নৌ, রেলপথ— এই কর্মসূচির আওতায় থাকবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী আহমেদ দলটির এই কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে গত ২৮ অক্টোবর থেকে সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিলেরও আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা।
রিজভী আহমেদ এ সময় জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দলটির ২৭২ এর অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। মামলা হয়েছে ১৬টি। এসব মামলায় এক হাজারের বেশি আসামি করা হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL