দিন পরিবর্তন ডেস্ক
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ইন্টারনেটে যেন কেউ গুজব ছড়াতে না পারে তাই সাইবার টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না। শুক্রবার (২০ অক্টোবর) সকালে পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে গুজব বেড়েছে। এজন্য আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। যারা গুজব রটাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে তাদের শনাক্ত করা সম্ভভ হচ্ছে।"
পূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মণ্ডপগুলোতে দায়িত্বে থাকবেন আনসার ও পুলিশ সদস্যরা। নিচ্ছিদ্র নিরাপত্তায় থাকছে সিসিটিভি ক্যামেরাও। কাজেই গুজব ছড়িয়ে বা কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে কেউ পার পাবে না। নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ আছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL