ঈদুল ফিতরের আগে মাত্র তিন দিন ব্যাংক খোলা। আগামী রবি, মঙ্গল ও বুধবার লেনদেন করা যাবে ব্যাংকে।
আগামী রোববার (৯ মে) ব্যাংক খোলা। পরদিন সোমবার (১০ মে) ছুটি পবিত্র শবে কদরের। এর পর ঈদের আগে মঙ্গলবার ও বুধবার ব্যাংক খোলা থাকবে। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে আগামী ১৩ মে থেকে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে সব ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ ১৬ মে পর্যন্ত বাড়ানোয় সীমিত আকারে ব্যাংক খোলা রয়েছে। তবে উপজেলা শহরের শাখাগুলো সপ্তাহে তিনদিন বন্ধও তিন দিন খোলা থাকছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL