আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীসমূহের পানি সমতল দ্রুত বাড়তে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্য অনুযায়ী জানা যায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের মেঘালয়,আসাম এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ফলে দ্রুত বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীসমূহের পানি সমতল।
এদিকে, কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
দেশের ৩৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৬টির,কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ০১টির।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL