২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

উদ্যোক্তা হোন চাকরির পেছনে না ছুটে প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০৭ ১৫:৫৩:০৯
...

গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোন রকমে পাস করে চাকরির পেছনে না ছুটে যুবকরা নিজেরাই প্রতিষ্ঠান গড়ে তুলবে, নিজেরাই চাকরি দিবে। নিজেরাই বস হবে। সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। ওই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে, আমিই আমার বস হব, আমি আরও দশজনকে চাকরি দিব।’

আজ বুধবার দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পুরো দেশটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বিদ্যুৎ-পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। দেশের উন্নয়নের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।’

নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা অনেক প্রকল্প দেই, কাজ করি। সেই কাজগুলো যাতে যথাযথভাবে হয়। মানুষ যেন গালি না দেয়। কাজ দেখে যাতে মানুষ একটা আস্থা-বিশ্বাস আনতে পরে, যা সব থেকে বেশি দরকার।’

তিনি বলেন, ‘প্রত্যেক জেলায় যাতে খাদ্য শস্য সংরক্ষণ করা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।’