০৩-অক্টোবর-২০২৪
০৩-অক্টোবর-২০২৪
Logo
জাতীয়

কোনো বাধাতে নির্বাচনের ট্রেন আর থামবে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৩-১২-০১ ১৫:১৯:১৯
...

নির্বাচনের ট্রেন আর থামবে না, আর কোনো বাধাতেও এই ট্রেন থামবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের যদি আওয়ামী লীগ করতে ভালো লাগে তাহলে আমরা বাধা দিবো কেনো। এখন পর্যন্ত দলটির ১৫ জন কেন্দ্রীয় নেতা এবং ৩০ জন সাবেক সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, টিআইবি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে নানা কথা বলছেন। কিন্তু বিএনপির অবরোধ-হরতালের নামে যানবাহন পোড়ানোসহ নৈরাজ্য নিয়ে কোনো কথা বলছেন না।