২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

ক্রিকেট মাঠে আমি বাংলাদেশের কিন্তু রাজনীতির মাঠে মাগুরার: সাকিব

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-১২-২৭ ১৭:৪৮:১৮
...

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, আমি ক্রিকেট মাঠে সারা বাংলাদেশের কিন্তু রাজনীতির মাঠে মাগুরার। আমি মনে করি, দল-মত-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দেবে। তারপরও মানুষের মাঝে ভিন্ন মতাদর্শ থাকবে, এটাই স্বাভাবিক।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে নিজের নির্বাচনী প্রচার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বলেন, তার এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন। বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে দেখা হচ্ছে। তার ইচ্ছা আছে, এলাকায় যে ৪ লাখ ৫ হাজার ভোটার আছে, তাদের সবার সঙ্গে দেখা করার।

ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করার প্রশ্নে সাকিব বলেন, যেখানেই যাচ্ছি, সেখানেই ভোটাররা রয়েছে। সবাই আমাকে ভোট দেবে বলছে। আমিও তাদের ভাবনাকে স্বাগত জানাই।

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে পদার্পণের অভিজ্ঞতা কেমন, এই প্রশ্নে বাংলাদেশের ‘পোস্টারবয়’ জানান, তিনি এখন পর্যন্ত সময়টা উপভোগ করছেন। ঘুম ভালো হচ্ছে। সব কিছু ঠিকঠাক হচ্ছে বলে জানান আওয়ামী লীগের প্রার্থী।

বিরোধী পক্ষ নিয়ে ভাবনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, এখন বিরোধী পক্ষ যারা আছে, তাদের নিয়ে ভাবছেন না। তিনি কেবল তার নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে ভাবছেন। ৭ জানুয়ারি ২০২৪-এ ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চান তিনি।

সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কি না– জানতে চাইলে সাকিব বলেন, আমি তো অবসর নিইনি। আমি খেলার মধ্যে আছি। তাই যখনই খেলতে পারব, তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে সাকিব বলেন, আমার কাছে মনে হয়, তিনি বিশ্বব্যাপী একজন রোল মডেল। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে কন্টিনিউটির কোনো বিকল্প নেই। আমি আশা করব, সবাই নৌকা মার্কায় ভোট দেবে। যাতে উন্নয়নের ধারাটা বজায় থাকে।