নিজস্ব প্রতিবেদক
দৈনিক ১৪৫ টাকা মজুরি মেনে নিয়ে কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত চা শ্রমিকরা।
শনিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এই প্রস্তাব শ্রমিকেরা মেনে নিয়েছেন।
নিপেন পাল আরও বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবকে সম্মান দেখাতে গিয়ে প্রস্তাবিত ১৪৫ টাকা মজুরি মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। রোববার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন। তাছাড়া কর্মকর্তাদের মাধ্যমে আশ্বস্ত হয়েছি, প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে চা শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।
মৌলভীবাজারের জেলাপ্রশাসক মীর নাহিদ আহসান বলেন, চা শ্রমিকদের মজুরির বিষয়টি প্রধানমন্ত্রী নজরে নিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তাছাড়া শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ও অধিদপ্তরের সচিব মহোদয়ের সঙ্গেও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আলোচনা হয়েছে। শ্রমিকরা প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়ে ১৪৫ টাকা মজুরি মেনে নিয়ে রোববার থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে চা শ্রমিকদের সঙ্গে জুম মিটিংয়ে আলোচনা করবেন। সেই সময় মন খুলে কথা বলতে পারবেন চা শ্রমিকরা। ফলে তারা আশ্বস্ত হয়ে কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
শনিবার বেলা তিনটায় শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে শ্রম অধিদপ্তর। বৈঠকে সরকারের পক্ষ থেকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুস শহীদসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধি এবং চা-শ্রমিকদের পক্ষে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত ১৩ আগস্ট থেকে দুদিন ২ ঘণ্টার কর্মবিরতি দিয়ে আন্দোলন করছিলেন চা শ্রমিকরা। দাবি না মানায় এরপর তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে যান।
একই ভাবে মৌলভীবাজারেও চা শ্রমিকরা সড়ক অবরোধ করেন। উদ্ভূত পরিস্থিতিতে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক থেকে ১৪৫ টাকা মজুরি মেনে নিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন চা শ্রমিক নেতারা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL