২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

জনগণ ‘ডামি নির্বাচন’ প্রত্যাখ্যান করেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৪-০১-০৭ ১৫:৪৭:০৯
...

জনগণ ‘ডামি নির্বাচন’ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। একতরফা এই নির্বাচনেও রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে।’আজ রোববার রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে যাচ্ছে না। তারা (আওয়ামী লীগ) এই একতরফা নির্বাচনে ভুয়া ভোটার উপস্থিতি দেখানোর জন্য গভীর রাতে ব্যালট বাক্স ভরে দিয়েছে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এ সময় বিএনপির এই নেতা শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

পরে রুহুল কবির রিজভী বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বেলা তিনটা পর্যন্ত।

এবারের নির্বাচন বর্জনের পাশাপাশি গতকাল শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে