২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

ডুবন্ত ফেরি উদ্ধারে এখনও পৌঁছেনি প্রত্যয়

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-১৮ ১৫:২২:১৬
...

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের অনতিদূরে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধারে বৃহস্পতিবার বেলা ১টা নাগাদও ঘটনাস্থলে এসে পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

ফেরি ডুবির ৩০ ঘণ্টা পার হয়ে গেলেও ডুবে যাওয়া ফেরির উদ্ধারে মূল কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

এ পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে উদ্ধার করা হয়েছে ৩টি কাভার্ডভ্যান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই উদ্ধারকারী জাহাজ হামজার।

বেলা সাড়ে ১১টায় এসে পৌঁছেছে জাহাজ রুস্তম। রজনীগন্ধা উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে আনতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জাহাজটি নিয়ে বুধবার সকালেই নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তবে নদীতে ঘন কুয়াশার কারণে এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি জাহাজ প্রত্যয়।

যে কারণে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের মূল কার্যক্রম এখনো শুরু হয়নি।

ডুবে যাওয়া ফেরিটি থেকে নদীতে ভেসে যাওয়া ৩টি কাভার্ডভ্যান উদ্ধার করেছে উদ্ধারকারী ছোট জাহাজ হামজা ও রুস্তম।

প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজটি আসলে উদ্ধারকাজে সহায়তা করবে হামজা ও রুস্তম জাহাজ। বিকেল ৫টা নাগাদ প্রত্যয় পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছাতে পারে বলে আশা করছেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ডুবে যাওয়া ফেরি এবং ট্রাকগুলো উদ্ধারে তেমন কোন কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নং ঘাটের পন্টুন এলাকায় ছোট বড় ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। এ দুর্ঘটনায় দুটি কাভার্ডভ্যান ও সব শ্রমিক জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ূন কবির।