২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২৩-১২-০২ ১০:৪৫:৩৬
...

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প হয়। প্রাথমিকভাবে এর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৫.৫ থেকে ৮.৫ কিলোমিটারের মধ্যে ছিল।

এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ বলে ধারণা করছেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।

চলতি বছরে বাংলাদেশে এখন পর্যন্ত ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। তাতে জানমালের তেমন ক্ষতি হয়নি। কিন্তু ঘন ঘন দেশের ভূ-পৃষ্ঠ কেঁপে উঠায় বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।