নিজস্ব প্রতিনিধি
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে একমত হয়েছে দুই দেশ। বর্তমান সরকারের সাথে বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ইস্যুতে জোরালোভাবে দেশটির সাথে কাজ চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও মৌলবাদ দমনে একসাথে কাজ অব্যাহত রাখবে ঢাকা-ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান ও সামরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ড. হাছান মাহমুদ।
এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় একসাথে আগামীতে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান পিটার হাস। বলেন, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL