তীব্র ঠাণ্ডার পর এবার শুরু গরমের দাপট। টানা কয়েকদিন ধরে বাড়ছে তাপমাত্রা। আর বাড়তে বাড়তে তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি। সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে তামপাত্রা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিদপ্তর জানিয়েছে, তাপপ্রবাহের মাত্রার সঙ্গে ব্যাপ্তিও বেড়েছে। রবিবার দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও সোমবার তা ১৪টি ছাড়িয়েছে।
ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাজশাহী, পাবনা ও নীলফামারী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা মঙ্গলবারও অব্যহত থাকতে পারে।
এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL