মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৫৯ জন এবং নারী ৩৬ জন। এছাড়া একই সময়ে ৪ হাজার ২৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ৬৮৩ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৮৮৬ জন এবং নারী ২ হাজার ৭৯৭ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।
এতে বলা হয়, বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ৩১ থেকে ৪০ বয়সের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের ১৩ জন, ৫১ থেকে ৬০ বয়সের ২২ জন আর ৬০ বছরের উর্ধ্বে ৫৭ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩৩৫টি পরীক্ষাগারে ২৮ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে অদ্যবধি ৫২ লাখ ৪৯ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৮ লাখ ৯৭ হাজার ৬৪৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ লাখ ৫২ হাজার ০৩৮ জন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL