মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬১ জন এবং নারী ৩৬ জন। এছাড়া একই সময়ে ৩ হাজার ৩০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১১ হাজার ১৫০ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১৮১ জন এবং নারী ২ হাজার ৯৬৯ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।
এতে বলা হয়, বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ১১ থেকে ২০ বয়সের ১ জন, ২১ থেকে ৩০ বয়সের ২ জন, ৩১ থেকে ৪০ বয়সের ৪ জন, ৪১ থেকে ৫০ বয়সের ১০ জন, ৫১ থেকে ৬০ বয়সের ২১ জন আর ৬০ বছরের উর্ধ্বে ৫৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৪৯ জন, বেসরকারি হাসপাতালে ৪৪ জন, বাসায় ৩ জন এবং হাসপাতালে মৃতাবস্থায় আনয়ন ১ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩৫০টি পরীক্ষাগারে ২৫ হাজার ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে অদ্যবধি ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৯ লাখ ৭৪ হাজার ৮৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ লাখ ৯৬ হাজার ৪৪০ জন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL