নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ সংসদ নির্বাচনের কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট সার্কিট হাউজে জেলার ৬টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। সকাল ১০টায় শুরু হয় এ মতবিনিময় সভা। তাতে এ কথা জানান তিনি।
সিইসি বলেন, সরকারের সহযোগিতার পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ভোটের মাঠে সব প্রার্থীরা যাতে সমান সুযোগ পায়, তা নিশ্চিতেও কাজ করছে কমিশন। ভোট অবাধ ও সুষ্ঠু করতে ইসি বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় সিলেটের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৫ জন প্রার্থী উপস্থিত ছিলেন। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে সিইসি তাদের সাথে আলোচনা করেন। এ সময় প্রার্থীরাও তাদের নানা সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
পরে দুপুরে সিলেট জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বসেন কাজী হাবীবুল আউয়াল।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL