২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: কাদের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-১২-০৮ ১৫:১৬:১৫
...

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়। যুক্তরাষ্ট্র যদি কোনো নিষেধাজ্ঞা দেয় তাহলে বিএনপি ও তাদের দোসররাই এর যোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেছেন, নির্বাচন পর্যন্ত সরকার কমিশনকে সব ধরনের সহযোগিতা করে যাবে। কোনো সন্ত্রাসই এবারের নির্বাচনকে বাধা দিতে পারবে না।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে দেশের ভোটাররাই প্রতিহত করবে। আর ১০ ডিসেম্বর বিএনপি বেশি বাড়াবাড়ি করলে জনগণই তাদের রুখে দেবে।

১৪ দল ও জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ জন্য অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৭ তারিখের পরে আসন সমঝোতা নিয়ে কোনো সংকট থাকবে না।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশবিরোধী বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যমতে পৌঁছেছে ১৪ দল। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে। নির্বাচনের মাধ্যমে অপরাজনীতির জবাব দেয়া হবে।