২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

নৌকার টিকিট পাচ্ছেন কারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৩-১১-২৩ ১৬:২৬:০২
...

রেজাউল করিম হীরা:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সভা থেকেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে দলটি। যদিও ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার অনেক আসনেই প্রার্থী পরিবর্তন হতে পারে এমন তথ্য দিয়েছেন দলটির সংশ্লিষ্ট নেতারা।
দলীয় মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে আজ বেলা ১১টায় বৈঠক শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভার প্রথম দিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।
দলের শীর্ষ নেতাদের মতে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে এবার বেশি গুরুত্ব দেওয়া হবে নিজ নিজ এলাকায় প্রার্থীদের জনপ্রিয়তা, দলের নেতাকর্মী ও সাধারণের মধ্যে গ্রহণযোগ্যতার বিষয়টি। পাশাপাশি করোনাকালীন দুঃসময়ের ভ‚মিকাও দেখা হবে গুরুত্বের সঙ্গে। এক কথায় যাদের ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, মনোনয়ন পেলে জয়ী হয়ে আসতে পারবেন, এমন প্রার্থীকেই চূড়ান্ত করা হবে। নতুন প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ সমান গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক কেন্দ্রীয় নেতা এসব তথ্য জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমান মন্ত্রিসভার উল্লেখযোগ্যসংখ্যক সদস্য ও আওয়ামী লীগের বেশির ভাগ শীর্ষ নেতা দলের ভেতরে চ্যালেঞ্জে পড়েছেন। তাদের বিরুদ্ধে দলের অনেকেই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এবার ৩৩৬২টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে জানতে চাইলে বোর্ডের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ বলেন জরিপে যারা এগিয়ে আছে, এলাকায় ভোটারদের সমর্থন রয়েছে, দলে নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, মনোনয়ন পেলে জয়ী হয়ে আসতে পারবে, এমন প্রার্থী নির্ধারণ করা হবে। কেমন পরিবর্তন আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও সংখ্যা চূড়ান্ত করে বলা যাবে না। তবে এবার অনেক আসনেই পরিবর্তন আসবে।
মনোনয়ন বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরিবর্তনের আভাস আওয়ামী লীগ সভাপতি আগে থেকেই দিয়ে আসছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়নে পরিবর্তন খুবই স্বাভাবিক প্রক্রিয়া, তবে এবার সেটা অন্য সময়ের চেয়ে বেশি হবে।
এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেককেই নিজ আসনের বাইরে অন্য আসন থেকেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিকল্প সুযোগ রাখার জন্যই এমন পন্থা অবলম্বন করেছেন কেউ কেউ। এক্ষেত্রে দলের দুই গুরুত্বপূর্ণ নেতা সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এবার তাদের নিজ আসনের বাইরে বিকল্প আসন থেকেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে। জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩ থেকে দলীয় মনোনয়ন নিয়ে দুইবার নির্বাচন করে এমপি হয়েছেন। এবার তিনি ওই আসনের পাশাপাশি বরিশাল-৫ আসন থেকেও ফরম সংগ্রহ করেছেন। বিষয়টি নিয়ে বরিশালের রাজনীতিতে নানা ধরনের গুঞ্জন শুরু হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে বাহাউদ্দিন নাছিম মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া তার অনুসারীরা ঢাকার আরও তিনটি আসন থেকে তার নামে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
দলীয় প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে এবার চারটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমÐলীর অন্যতম সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, ‘এলাকায় জনপ্রিয়তা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক, করোনাকালীন সময়ের ভ‚মিকা ও এলাকায় কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কি না এসব বিষয় গুরুত্বের সঙ্গে নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।’ প্রার্থিতা পরিবর্তনের বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবর্তন হবে। আমার মনে হয় তিন ভাগের এক ভাগ প্রার্থী এবার পরিবর্তন হবে। যেখানে পরিবর্তন আসবে সেখানে নবীন প্রার্থীরা আসবে। নারী-পুরুষ প্রার্থীদের সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় নারীরা ভালো করছেন সেসব এলাকায় নারী প্রার্থী আসার জোর সম্ভাবনা রয়েছে।’