২৫-নভেম্বর-২০২৪
২৫-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

পতেঙ্গায় তেলের ট্যাংকারে আগুন, নিহত ২

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-২৯ ১২:৪০:১৯
...

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পৌনে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি ও নৌ বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে দুইজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, এমটি ইরাবতি নামে তেলের ট্যাংকারের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে শাহাবুদ্দিন (৬০) ও সুফিয়ানের (৪০) শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ওই দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া ইমন নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।