নিজস্ব প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে নির্বাচনে সহিংসতা হতে পারে কি না, তা নিয়ে জানতে চেয়েছে ঢাকা সফররত প্রাক-নির্বাচনী মার্কিন প্রতিনিধি দল। বুধবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কথা জানতে চায় মার্কিন প্রতিনিধি দল।
বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, নির্বাচনের প্রস্তুতি ও এই সময়ে সহিংসতা হতে পারে কি না তা জানতে চেয়েছে পর্যবেক্ষক দল। তাদের জানিয়েছি, যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের মানুষসহ বর্তমান সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। তাই নির্বাচনে অনিয়ম হবে না।
বিরোধী দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার চালাতে পারবে কি না এ বিষয়েও জানতে চাওয়া হয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে তিনি বলেন, প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ইসির অধীনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আর নির্বাচন ছাড়া সরকার বদল হবে না। এজন্য বিএনপিকে নির্বাচনে আসতে হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL