দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক অস্থিরতা কারণে বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটে এ পরামর্শ দেয়া হয়েছে।
ওয়েবসাইটে বলা হয়, রাজনৈতিক কর্মসূচি, দেশব্যাপী হরতাল এবং সহিংস সংঘর্ষের কারণে দেশটিতে ভ্রমণে উচ্চ সতর্কতা অবলম্বন করুন। এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে যে কোনো ধরনের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটি।
বিশেষ করে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে ওয়েবসাইটে বলা হয়, আগমাী ৭ জানুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিশাল রাজনৈতিক র্যালি ও বিক্ষোভ হচ্ছে। যা নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া নির্বাচনের কারণে যান চলাচলে বিধি-নিষেধ থাকবে সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে কানাডিয়ান সরকারের ওয়েবসাইটে। যদি পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় এবং ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটে তাহলে ট্রাভেল এজেন্ট অথবা ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করতেও পরামর্শ দেয়া হয়েছে।
কানাডা আরও জানিয়েছে, বাংলাদেশে হরতাল, অবরোধসহ বিভিন্ন বিক্ষোভ চলছে। যেগুলো সামনে আরও হতে পারে। সেজন্য সতর্ক থাকবে হবে। এসব আন্দোলন চলার সময় বিশেষ করে গুলশান-২ এর ৮৬ নম্বর সড়ক ও গুলশান এভিন্যিউর ৭৯ নম্বর সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL