নিজস্ব প্রতিবেদক
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি প্রটোকল গাড়ি দিয়েছে দক্ষিণ কোরিয়া।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস বলছে, দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য কোরিয়া বাংলাদেশকে সাতটি প্রটোকল গাড়ি প্রদান করেছে। এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে থাকবে।
প্রটোকলে ৭টি গাড়ি উপহার দেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রসচিব। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, কোরিয়া সবসময় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়।
/মামুন
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL