২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-১৩ ০৬:৪৫:১৫
...

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। আগের রেকর্ড ভেঙে মোট ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। সোমবার (১২ এপ্রিল) রাত ৯টায় এ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

সোমবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট।

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলেও জানান তিনি। এর আগে শনিবার (১০ এপ্রিল) দেশে ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। 

গত ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে রেকর্ড হয়েছিল। তারও আগে ১ এপ্রিল ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০১৯ সালের ২৯ মে সর্বশেষ দেশে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।