ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় কাল থেকে সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব সিটিতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে এটা শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না, এবং বের হতে পারবে না।
জানা গেছে, বাস মালিকদের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করেছে সরকার। কিভাবে, কোন উপায়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচলের অনুমতি দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে বলে সড়ক মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL