ভারতে ভয়াবহ রূপ নিয়েছে মহামারি করোনাভাইরাস। গেল ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৮০২ জন। এখন পর্যন্ত ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজারে দাঁড়িয়েছে। আর মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৬৯৪ জন।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য উঠে এসেছে।
এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাদানের ওপর জোর দেয়ার গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বললেন, ‘করোনার টিকাদানের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে।’
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL