২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

ভিসানীতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২৩-০৯-২৩ ১৭:১৭:২০
...

‘স্যাংশন দেয়া না দেয়া আমেরিকার নিজস্ব ব্যাপার। তারা তাদের কাজ করেছে। বাংলাদেশ ভাল নির্বাচনের পথে এগোচ্ছে। কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নয়।’ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠের ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, আসন্ন নির্বাচনের অন্তরায় যারা হবেন, নির্বাচন যারা বাধাগ্রস্থ করবেন এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন, তাদের জন্য এই ভিসানীতি প্রয়োগ করা হবে। আমরা মনে করি এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’

নির্বাচন প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সব দল ইতিমধ্যে নির্বাচনী তৎপরতায় নেমে পড়েছে বিভিন্ন প্রক্রিয়ায়। নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা যেমন থাকবে গণ্ডগোলেরও সম্ভাবনা থাকে। তবে নির্বাচনে কোন সহিংসতা নাশকতা হবে না। নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে।’

মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সারা বিশ্বের বুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেল। পশ্চিমারাও আজ বলছে উন্নয়ন দেখতে হলে বাংলাদেশকে দেখতে হবে, দেখতে হবে শেখ হাসিনার নেতৃত্বকে।’

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, ডিআইজি মঈনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।