নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। সকাল সাড়ে ৮টার পর ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার কলেজ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সিইসি বলেন, আমার ভোট আমি প্রদান করেছি। সাংবাদিকদের অনুরোধ করবো, এই ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা সম্ভব তুলে ধরবেন, যাতে মানুষের মনে ভোট নিয়ে যত অনিশ্চয়তা, তা দূর হয়।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ভোটার উপস্থিতি কম নাকি বেশি তা আমি জানি না। আমার ভোট আমি দিয়ে গেলাম। আমাদের (নির্বাচন কমিশনের) কাজ ভোটের আয়োজন করা। সেখানে সহিংস ঘটনা ঘটলো কিনা তা দেখা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ।
ঢাকা-৮ আসনে এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ১১ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন নৌকা, লাঙ্গল, বিএনএফের টেলিভিশন মার্কা ও স্বতন্ত্র প্রার্থী।
এ সময় রাজধানীর দারুসসালামে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL