দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে সারাদেশে গড়ে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। ফাইনাল শতকরা আসেনি এখনও। গুরুতর সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন শান্তিপূর্ণই ছিল।
তিনি বলেন, নির্বাচনে যে শঙ্কা ছিল উপস্থিতি নিয়ে। একটি দল পরোক্ষভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছিল। তাও কিছু সহিংসতা ছিল৷ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও উল্লেখ করেন কাজী হাবিবুল আউয়াল।
বাক্সের ভিতর যেগুলো ব্যালটে সিল মারা অথচ পেছনে সই নেই, সেগুলো বাদ দেয়া হবে বলেও জানান তিনি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL