২৫-নভেম্বর-২০২৪
২৫-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

ভোরে ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৫-১১ ০৭:১৮:০৪
...

ভোররাতে রাজধানীসহ ঢাকা বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। তবে শিগগিরই বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমে যাবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে।

আজ মঙ্গলবার (১১ মে) ভোর পৌনে ৫টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কি.মি. গতিতে রাজধানীতে ভোর সাড়ে ৪টার দিকে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় এ বৃষ্টি হবে না।

তিনি বলেন, গতকাল (সোমবার) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। রংপুর থেকে ঝোড়ো হাওয়াসহ শুরু হওয়া এ বৃষ্টি বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে ঢাকায় প্রবেশ করেছে। দিনের বেলায় রাজধানীসহ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। 

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।