রাজধানীতে গণপরিবহন সংকট দূর করতে ৬০টি দ্বিতল বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে গত বুধবার থেকে অর্ধেক আসন খালি রেখে চলছে বাস। এতে করে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না অনেক মানুষ। এ অবস্থায় দ্বিতল বাসগুলো নামানো হচ্ছে।
আগামীকাল রবিবার থেকে বাসগুলো চলবে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম। তিনি জানান, মূলত যেসব রুটে যাত্রীসংখ্যা বেশি সেসব রুটকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এখন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহূত বিআরটিসির বাসগুলোও ডিপোতে অলস পড়ে আছে। এগুলোই অতিরিক্ত হিসেবে নগরীতে নামানো হবে।
তাজুল ইসলাম বলেন, ঢাকার রাস্তায় বিআরটিসির ৩৫টি দ্বিতল বাস এরই মধ্যে নামানো হয়েছে। সব মিলিয়ে ৬০টি বাসের ব্যবস্থা করা হচ্ছে। এতে পরিবহন সংকট অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL