দিন পরিবর্তন ডেস্ক
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত ৮ টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সমস্ত দোকানপাট বন্ধ করার জন্য প্রচার অভিযান চালিয়েছে ডিএসসিসি।
গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে দক্ষিণ সিটির আওতাধীন পীর ইয়ামেনি মার্কেট, খদ্দর মার্কেট, গুলিস্থান ফুটপাত মার্কেট, গুলিস্তান ট্রেড সেন্টার, ঢাকা ট্রেড সেন্টার, নীলক্ষেত পুস্তক মার্কেট, চাঁদনী চক ও নিউমার্কেটে প্রচার অভিযান চালানো হয়।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই প্রচারাভিযানের নেতৃত্ব দেন।
এর আগে বুধবার (২৪ মার্চ) করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL