বৈদেশিক মুদ্রার রিজার্ভ সঙ্কট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন। এজন্য লেনদেনে নিজস্ব মুদ্রা ব্যবহারে তাগিদ দিয়েছে দেশটি। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইয়াও ওয়েন। এ সময় সহায়তা করার কথা জানান তিনি।
সাক্ষাতে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে চীনকে পাশে থাকতে আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।
অপরদিকে, চীনা রাষ্ট্রদূত জানান, তার দেশও পঞ্চবার্ষিক পরিকল্পনার আদলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। সেই প্রেক্ষাপটে একই পথে হাঁটছে দুই দেশ।
ডলার সংকটের কারণে চীনও জটিলতায় ভুগছে বলে জানান ইয়াও ওয়েন। এ সময় চীনের অর্থছাড় ধীর হবার প্রসঙ্গ উঠলে আব্দুস সালাম জানান, এখনই এটি নিয়ে চিন্তিত হবার কারণ নেই।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL