২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

লকডাউনের মেয়াদ বাড়ছে

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৪-১৮ ০৭:০৭:৪৬
...

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার লাগাম টেনে ধরা সম্ভব না হওয়ায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক দফা বাড়ছে। গণমাধ্যমকে ফোনে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন চলছে। সরকার সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। এটা সংক্রমণ নিয়ন্ত্রণে যথেষ্ট নয়। করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি লকডাউন আরও বাড়ানো উচিত।

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও সিটি করপোরেশন ও পৌর এলাকায় টানা দুই সপ্তাহের লকডাউন দেয়ার সুপারিশ করেছে।

মন্ত্রী বলেন, সরকারকে বলব এ বিষয়ে ভাবতে। কমপক্ষে তিন সপ্তাহের লকডাউন দিলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তবে সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে লকডাউনের মধ্য দিয়ে করোনা সংক্রমণ কমিয়ে আনা সম্ভব বলেও মনে করেন জাহিদ মালেক।

করোনভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই বৈঠক থেকে আসতে পারে, লকডাউন কমপক্ষে আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এ তথ্য দিয়েছেন।