২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

শপথ নিলেন ৬২ স্বতন্ত্র এমপি

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০১-১০ ১৫:১০:৪৭
...

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী বিজয় ৬২ সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে তাদেরকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীর শারমিন চৌধুরী।

রাজধানীর শের ই বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বুধবার সকাল ১০টায় শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি। এরপর স্বতন্ত্ররা শপথ নেন।

বেলা সোয়া ১২টার দিকে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির ১১ সংসদ সদস্য শপথ নেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।

গত ৭ জানুয়ারি ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩ আসনে জয়লাভ করে দ্বাদশ সংসদে একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে।

নির্বাচনে আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি ১১ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ ২টি আসন, ক্ষমতাসীন দলের আশির্বাদপুষ্ট কল্যাণ পার্টি ১ আসনে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।