ঈদ শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। রোববার থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। মানুষের ভিড়ের কারণে পা রাখার ঠাঁই ছিলো না শিমুলিয়া ঘাটের পন্টুনগুলোতে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাত্রীরা গাদাগাদি করে ফেরিতে করে নদী পার হচ্ছেন।
আজ রোববার (১৬ মে) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। সকাল থেকেই এ নৌরুটে পণ্যবাহী যানবাহন ও ঢাকামুখী যাত্রীদের নিয়ে ফেরি চলাচল করেছে। লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে ফেরিতে যাত্রীচাপ বেড়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী চাপ রয়েছে। এখন শিমুলিয়া ঘাটে দু’শতাধিক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে দূরপাল্লার বাস না চলায় ঘাট পার হয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL