নিজস্ব প্রতিবেদক
ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এফএলজেএফের সভাপতি এম এ জলিল মুন্না, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক কাওসার আজম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সমুদ্র থেকে মৎস্য আহরণ বৃদ্ধি করে সেটি বিদেশে রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নবযোগদানকৃত মন্ত্রী মো: আব্দুর রহমান।
তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি সুন্দর জীবনযাপনে বড় সহায়ক ভূমিকা পালন করে। এ মন্ত্রণালয় এখন যেখানে আছে তার থেকে ভালো অবস্থানে উত্তরণ ঘটানো এবং এখান থেকে দেশের ১৮ কোটি মানুষ যাতে সুবিধা পায়, সেটি নিশ্চিত করার দিকে দৃষ্টি থাকবে।
রোববার দুপুরে সচিবালয়ে নিজ দফতর কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইফস্টোক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের সভাপতি এম এ জলিল মুন্না, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক কাওসার আজম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রণালয়ে যোগ দিয়ে মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বৈশ্বিক সঙ্কট মোকাবিলায় উৎপাদনের ওপর জোর দেয়া এবং দেশের মানুষের কাছে আমিষের সহজলভ্যতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে আমিষ সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রমজান সামনে রেখে মাছ, গোশত, দুধ, ডিম ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ বিক্রির প্রাথমিক পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। যাতে এসব পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং এসব পণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকে।
উল্লেখ্য যে, গত ৭ জানুয়ারি আব্দুর রহমান ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসন থেকে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম অন্যতম সদস্য। গত বৃহস্পতিবার মন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL