নির্বাচনের মাঠে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত সশস্ত্র বাহিনী। তারা মাঠে নামবে ৩ জানুয়ারি; থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ মোট ৮ দিন মাঠে থেকে দায়িত্ব পালন করবে তারা।সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
সশস্ত্র বাহিনী ছাড়াও পুলিশ-র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিজিবি, কোস্টগার্ড ও আনসার ব্যাটালিয়ন মাঠে দায়িত্ব পালন করবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী।
চিঠিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য জেলা, উপজেলা বা মেট্রোপলিটন এলাকার সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তাদের মোতায়েন করা হবে। প্রতিটি টিমের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় আইনানুগ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
কর্মরত অবস্থায় বাহিনীর যাবতীয় খরচ নির্বাচন কমিশন বহন করবে বলেও জানানো হয়।
এরআগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL