২৪-নভেম্বর-২০২৪
২৪-নভেম্বর-২০২৪
Logo
জাতীয়

স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে:ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২৩-১২-২৪ ১৪:৫০:০৩
...

আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে বাধা দেয়ার বিষয়ে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা দলেরই, তাদের প্রতি বৈরিতা বা পক্ষপাত দেখানো যাবে না; তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জনের ডাক দিয়ে তাদের রাজনীতিকে সংকুচিত করেছে। সহিংসতা হলে ব্যবস্থা নিবে আইন প্রয়োগকারী সংস্থা।

স্বতন্ত্র প্রার্থীদের প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে কোনো পক্ষপাতমূলক প্রতিক্রিয়া সমর্থন করবে না আওয়ামী লীগ। নির্বাচনকে ঘিরে সর্বত্রই এখন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতা চায় না আওয়ামী লীগ।

বিএনপির অসহযোগ আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের আন্দোলনে দেশের মানুষের সমর্থন নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না।