মো:মাইন উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:
রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি থাকলেও (রবিবার) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে যানবাহন চলাচল করবে। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার ভোর ৬টা থেকে নির্ধারিত যানবাহন টানেল অতিক্রম করতে পারবে। এদিকে (রবিবার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি। ফলে টানেল খুলে দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয়ের মধ্যে প্রকল্প পরিচালক জানিয়েছেন, হরতালের সঙ্গে টানেল খোলার কোনো সম্পর্ক নেই।
শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে নগরীর পতেঙ্গা প্রান্তে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনের দিন সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত ছিল না।
এ সম্পর্কে জানতে চাইলে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ বলেন, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর (রবিবার) ভোর ৬টা থেকে টানেল উন্মুক্ত থাকবে। মোটরসাইকেল ও থ্রি হুইলার ছাড়া সবধরনের গাড়ি নির্ধারিত টোল পরিশোধ করে টানেলে প্রবেশ ও বের হতে পারবে। হরতালের সঙ্গে টানেল খোলার কোনো সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, কারও টানেল দেখার ইচ্ছা থাকলে নির্ধারিত গাড়িতে আসতে হবে। তবে কেউ হেঁটে টানেলে প্রবেশ করতে পারবে না।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL