• ঢাকা
  • ০২-অক্টোবর-২০২৩
img

আশীর্বাদ চাইলেন শ্রাবন্তী

দিন পরিবর্তন ডেস্ক প্রকাশিত : ২০২১-০৩-০৩ ১৭:৫২:১৩
photo

টুইটে ‘জয় শ্রীরাম’ লিখে বাংলার মানুষের কাছে আশীর্বাদ চাইলেন টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী। সবাইকে চমকে দিয়ে সোমবারই বিজিপিতে যোগ দিলেন তিনি। বাংলা তথা দেশের মানুষের জন্য কাজ করতে চান স্পষ্টই জানিয়েছেন নায়িকা। অভিনেত্রী রাজনীতিতে শুরু করলেন নতুন ক্যারিয়ার। গোটা টলিপাড়ায় শ্রাবন্তীকে নিয়ে শুরু হল নতুন গুঞ্জন। শ্রাবন্তীর কথায়, নতুন ভাবে পথ চলা শুরু। বাবা সেনাবাহিনীতে ছিলেন। তিনি বলতেন রাজ্য নয়, তোকে দেশের জন্য কিছু করতে হবে।

বাবার দেখানো আদর্শই পথ দেখাবে আগামী দিনে। রাজনীতিতে যোগ দিয়েই নিজের অবস্থান নিয়ে এভাবে বললেন তিনি। আর এবার টুইট করে শ্রাবন্তী বাংলার মানুষের কাছে আশীর্বাদ চাইলেন। টুইটে শ্রাবন্তী লিখলেন, প্রণাম। গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি। একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন সোনার বাংলাতে বড় হয়ে ওঠে।

© দিন পরিবর্তন

ভারপ্রাপ্ত সম্পাদক: মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন, প্রকাশক: বাংলাদেশ নিউজ এ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং হাউজ, ১ আর.কে.মিশন রোড, ঢাকা হতে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, বক্ল-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৭৩০-৭৯৩৪৭৮।

Email: dinparibarton@gmail.com, Advertisement: dpadvt2021@gmail.com