২৩-নভেম্বর-২০২৪
২৩-নভেম্বর-২০২৪
Logo
ঢাকা

এসএসসি পরীক্ষার কক্ষে বৃষ্টির পানি, দুর্গন্ধ, দুর্ভোগ!

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-২২ ১৬:০৪:৩৫
...

শ্রীপুর(গাজীপুর):

বৃষ্টির পানি টিনের চাল চুইয়ে শ্রেণিকক্ষে পড়ছে। কক্ষের মেজেতে জমাট বেঁধেছে পানি। সকালে কয়েক দফা কর্মচারীরা বাটি নিয়ে পানি অপসারণের চেষ্টা করেও ব্যর্থ হন। ওই কক্ষে এসএসসি পরীক্ষা চলছিল। একপর্যায়ে কর্তৃপক্ষ কক্ষ পরিবর্তন করে। এতে ৫৮ জন শিক্ষার্থী নির্ধারিত ওই কক্ষে পরীক্ষা দিতে পারেনি। তাৎক্ষণিকভাবে তাঁদের অন্য কক্ষে পরীক্ষা নেওয়া হয়।বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষা কেন্দ্র শ্রীপুর-২ হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের মাওনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুর টিনসীট ভবনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হয় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা।পরীক্ষা দিতে ওই কক্ষে যান ৫৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর হঠাৎ বৃষ্টি শুরু হয়।মাত্র পাঁচ মিনিটের বৃষ্টিতে টিনের চাল চুয়ে পানি পড়েছে পরীক্ষার কক্ষে। এতে ওই কক্ষে থাকা শিক্ষার্থীদের পরীক্ষার খাতা,প্রশ্নপত্র ভিজে গেছে।একটি স্যাঁতসেঁতে কক্ষে ওই শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।পাঁচ মিনিটের বৃষ্টিতে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।

সরেজমিনে গতকাল সকাল সোয়া ১০ টায় দেখা যায়,পরীক্ষা কেন্দ্রের কয়েকজন কর্মচারী বাটি নিয়ে পানি সরানোর চেষ্টা করছেন। কিন্তু বড় আকারের ওই কক্ষ থেকে কিছুতেই তিনি পানি সরাতে পারছেন না। এ সময় সংশ্লিষ্ট কক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী বলেন, কেবল ২১ নম্বর কক্ষ নয়, এই ভবনের সব কক্ষই ক্লাস,পরীক্ষা নেওয়ার অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। বৃষ্টির পানি সাথে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে ।জানতে চাইলে ওই কক্ষে থাকা কক্ষ পরিদর্শক ও নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন বলেন,দীর্ঘদিন ধরে কক্ষটি সংস্কার করা হয় না।

পাঁচ মিনিটের বৃষ্টিতে টিনের চাল চুয়ে পানি পড়েছে কক্ষে। এতে কক্ষে থাকা ৫৮ জন পরীক্ষার্থীর খাতা,প্রশ্নপত্র ভিজে গেছে। এতে পরীক্ষা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে।এ বিষয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র শ্রীপুর-২ এর কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল বলেন,হঠাৎ বৃষ্টিতে এমটা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনাত কক্ষ পরিবর্তন করে দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে একাধিক বার যোগাযোগ করেও পাওয়া যায় নি।