নিজস্ব প্রতিনিধি
গাজীপুর :
তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি নেতারা।
মুক্তির বিষয়টি প্রিন্স নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিএনপির এই নেতা বলেন, ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছিল এমরান সালেহ প্রিন্সকে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL