গাজীপুর:
গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে গেছে ওই মার্কেটের বেশ কয়েকটি গুদাম।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে আগুনের খবর পান তাঁরা। পরে ৬ ইউনিটির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে টঙ্গী বাজারের মিতালি ম্যানশনে আগুন লাগে। এ সময় ধোয়া দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, আগুনের খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিন ইউনিট ঘটনাস্থলে যায়। মোট ছয়টি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় কয়েকটি গুদাম পুড়ে গেছে।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL