নিজস্ব প্রতিনিধি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন কালীগঞ্জের ইউএনও মো. আজিজুর রহমান। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য তাদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা পদক প্রদান গাজীপুর জেলা বাছাই কমিটির সভাপতি জেলা ও প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া।
চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে পদোন্নতি নিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দেন ৩৪তম বিসিএস কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এখন আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দোয়া করবেন দেশ ও জাতির কাছ থেকে পাওয়া সম্মানের প্রতিদা যেন দিকে পারি।
কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ বলেন, যতদিন বেঁচে থাকি এবং থাকবো ততদিন দেশ ও জাতির জন্য কাজ করে যাবো। তবে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কাজ করতে পারলে পুরো জাতির জন্য কাজ করা হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL