গাজীপুর :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ডাচ বাংলার স্পিনিং মিল শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
শনিবার সকাল ৮ টায় শিল্প পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়েছে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
জানা গেছে, নতুন কাঠামোতে বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরের স্পিনিং মিলস-র শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এ আন্দোলন করছে। শনিবার সকাল ৬ হইতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানার শ্রমিকেরা।
কারখানার সামনে থেকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়তে দেখা গেছে । এদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রানেড ছোড়তে দেখা গেছে। এতে সাদা ধোঁয়ায় শ্রমিকদের ছোটাছুটি করে এদিক-সেদিক যেতে দেখা গেছে।
শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ যানজট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে।
কারখানার শ্রমিকেরা জানান, আমরা গত তিনমাস ধরে নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে আসছি। তাছাড়া ঠিক মতো বেতন দিচ্ছে না।
শ্রমিক নেতা জানান, কিছু কিছু গ্রেডে শ্রমিকদের দাবি বর্তমানে যে মজুরি পায় তার থেকে নতুন গেজেটে মজুরি কম নির্ধারণ করা হয়েছে। এছাড়া নতুন গেজেটে কিছু কিছু পদবী গ্রেটে যুক্ত করা হয়নি।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ দিন পরিবর্তনকে বলেন, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (শ্রীপুর জোন) মো. আরিফুল ইসলাম দিন পরিবর্তনকে বলেন, 'আজ সকাল ৮টার দিকে যান চলাচল শুরু হয়েছে। শ্রমিকেরা কারখানার আশপাশে আছেন।'
তিনি বলেন, পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডের ছোড়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL