নিজস্ব প্রতিনিধি
টাঙ্গাইল :
টাঙ্গাইলের ঘাটাইলে মাটি ভর্তি ড্রাম ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে টিটু খাঁ (৬০) নামে এক অটোচালক নিহত হয়েছেন।
শনিবার(৩ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত টিটু খা লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খার ছেলে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তাদের এক আত্মীয়র জানাযা নামাজে শরিক হতে একটি অটো গাড়িতে করে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হয়ে দিঘলকান্দী ইউনিয়নের সালেংকা মোড়ে পৌছালে মাটি ভর্তি ড্রাম ট্রাকের সাথে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোগাড়ির দুই যাত্রী আহত হন। আহতরা হলেন লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) ও একই গ্রামের গৃহবধু নুরজাহান(৭৫)। স্থানীয়রা সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও নুরজাহানকে টাঙ্গাইল শেখহাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এসময় চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া 'দৈনিক দিন পরিবর্তন' কে জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কিছু কপি করা যাবে না
Website Design & Developed By BATL